4 মাস আগে
চাকরি অধ্যাদেশ বাতিলে সচিবালয়ে বিক্ষোভ
সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’কে ঘিরে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর থেকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে। অনেকে এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ বলে উল্লেখ করছেন।