4 মাস আগে
কবি নজরুলের জীবনে দৌলতপুর
বাংলাদেশের জাতীয় কবি, মহা বিদ্রোহী,কবিকূল শিরোমণি,বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কবির দৌলতপুর অধ্যায়। একজন বিশ্বযুদ্ধ ফেরত, রুক্ষ মনের মহা বিদ্রোহীকে এখানকার নারীর মমত্ববোধ ও ভালোবাসা তাঁর মানসপটে প্রেমিক কবির বিমূর্ত ছবি এঁকে দিয়েছিল। কুমিল্লার দৌলতপুরে না এলে নজরুলের কবি জীবন ও প্রেমিকজীবন হয়তো পরিপূর্ণ হতো না। দৌলতপুর আসার কারণে নজরুলের জীবনে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল, তাঁর সাহিত্যচর্চায় যোগ হয়েছিল নতুন মাত্রা।